
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা আউলিয়া পাড়ার রিজভী (২০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে নারান্দি বাজার এলাকায় একটি টমটমের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিজভী বাইকযোগে নারান্দি বাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রিজভীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, রিজভী সদালাপী ও পরিচ্ছন্ন চরিত্রের একজন তরুণ ছিলেন। তাঁর এভাবে চলে যাওয়া পরিবার ও এলাকাবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।
এ ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
বিষয় : সড়ক দুর্ঘটনা
রোববার, ২৪ আগস্ট ২০২৫
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা আউলিয়া পাড়ার রিজভী (২০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে নারান্দি বাজার এলাকায় একটি টমটমের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিজভী বাইকযোগে নারান্দি বাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রিজভীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, রিজভী সদালাপী ও পরিচ্ছন্ন চরিত্রের একজন তরুণ ছিলেন। তাঁর এভাবে চলে যাওয়া পরিবার ও এলাকাবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।
এ ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন