রোববার, ২৪ আগস্ট ২০২৫
বাজিতপুর নিউজ

বাজিতপুরে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান

বাজিতপুরে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান

কিশোরগঞ্জের বাজিতপুরে মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৪০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, এবং এটি বাস্তবায়ন হয় পারফরম্যান্স গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম (এসইডিপি)-এর আওতায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আবুল কাশেম। সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান সিরাজ।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও।

আলোচনা পর্ব শেষে ২০২২ ও ২০২৩ অর্থবছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল করা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। কেউ কেউ শিক্ষার্থীদের পক্ষে অভিভাবক কিংবা প্রতিষ্ঠান প্রধানের হাতে পুরস্কার গ্রহণ করেন।

এই সম্মাননা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণার শক্তি যোগাবে—এমনটাই আশা করছেন আয়োজক ও অতিথিবৃন্দ।

বিষয় : বাজিতপুর শিক্ষা কিশোরগঞ্জ

আপনার মতামত লিখুন

বাজিতপুর নিউজ

রোববার, ২৪ আগস্ট ২০২৫


বাজিতপুরে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৫

featured Image

কিশোরগঞ্জের বাজিতপুরে মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৪০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, এবং এটি বাস্তবায়ন হয় পারফরম্যান্স গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম (এসইডিপি)-এর আওতায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আবুল কাশেম। সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান সিরাজ।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও।

আলোচনা পর্ব শেষে ২০২২ ও ২০২৩ অর্থবছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল করা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। কেউ কেউ শিক্ষার্থীদের পক্ষে অভিভাবক কিংবা প্রতিষ্ঠান প্রধানের হাতে পুরস্কার গ্রহণ করেন।

এই সম্মাননা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণার শক্তি যোগাবে—এমনটাই আশা করছেন আয়োজক ও অতিথিবৃন্দ।


বাজিতপুর নিউজ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোশিউর রহমান আতিক | নির্বাহী সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান
কপিরাইট © ২০২৫ বাজিতপুর নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত