
বহুল প্রতীক্ষিত বাজিতপুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অবশেষে সফলভাবে সম্পন্ন হলেও দিনটি শেষ হয়েছে এক মর্মান্তিক ঘটনায়। সম্মেলনে অংশ নিতে আসা এক কর্মী মিছিল করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
জানা গেছে, বাজিতপুর উপজেলার দীঘিরপাড় শুভারামপুর গ্রামের বিএনপি কর্মী আবুলাল আজ দুপুরে সম্মেলনস্থলে আসার পথে দলীয় মিছিলে অংশ নেন। এ সময় হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ খবর ছড়িয়ে পড়তেই সম্মেলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করা হয় এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সম্মেলনে সভাপতির পদে নির্বাচিত হন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মনিরুজ্জামান মনির। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান মঞ্জুর ছেলে মুস্তাফিজুর রহমান মামুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং উদ্বোধক হিসেবে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক ড. শাহ ওয়ারেছ মামুন এবং বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকলেও কর্মী আবুলালের মৃত্যুর ঘটনায় শেষ পর্যন্ত শোকের আবহ বিরাজ করে। স্থানীয় নেতারা বলেন, "আবুলালের মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন দলের নিবেদিতপ্রাণ কর্মী।"
রোববার, ২৪ আগস্ট ২০২৫
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫
বহুল প্রতীক্ষিত বাজিতপুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অবশেষে সফলভাবে সম্পন্ন হলেও দিনটি শেষ হয়েছে এক মর্মান্তিক ঘটনায়। সম্মেলনে অংশ নিতে আসা এক কর্মী মিছিল করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
জানা গেছে, বাজিতপুর উপজেলার দীঘিরপাড় শুভারামপুর গ্রামের বিএনপি কর্মী আবুলাল আজ দুপুরে সম্মেলনস্থলে আসার পথে দলীয় মিছিলে অংশ নেন। এ সময় হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ খবর ছড়িয়ে পড়তেই সম্মেলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করা হয় এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সম্মেলনে সভাপতির পদে নির্বাচিত হন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মনিরুজ্জামান মনির। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান মঞ্জুর ছেলে মুস্তাফিজুর রহমান মামুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং উদ্বোধক হিসেবে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক ড. শাহ ওয়ারেছ মামুন এবং বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকলেও কর্মী আবুলালের মৃত্যুর ঘটনায় শেষ পর্যন্ত শোকের আবহ বিরাজ করে। স্থানীয় নেতারা বলেন, "আবুলালের মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন দলের নিবেদিতপ্রাণ কর্মী।"
আপনার মতামত লিখুন