রোববার, ২৪ আগস্ট ২০২৫
বাজিতপুর নিউজ

বাজিতপুর সরকারি কলেজে অনার্স ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে কিশোরগঞ্জ জেলার অন্যতম পুরাতন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাজিতপুর সরকারি কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই ভর্তি কার্যক্রমে ১ম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য অনলাইনে ভর্তি ফরম পূরণ ও জমাদানের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ তারিখসমূহ: ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহের সময়: ২৯ জুন ২০২৫ → ১৫ জুলাই ২০২৫ কলেজে ফরম ও কাগজপত্র জমাদানের তারিখ ও সময়: ১৪ ও ১৫ জুলাই ২০২৫ সকাল ১০টা → দুপুর ১টা ভর্তি ফি জমাদান সময়কাল (SureCash-এর মাধ্যমে): ০৬ জুলাই → ১৫ জুলাই ২০২৫ জমা দিতে হবে যেসব কাগজপত্র:১. ভর্তি ফরমের ২টি প্রিন্ট কপি ২. এসএসসি ও এইচএসসি মার্কশীটের মূল ও ফটোকপি ৩. প্রশংসাপত্রের ফটোকপি ১টি ৪. পাসপোর্ট সাইজের রঙিন ছবি ১টি (অনলাইনে ব্যবহৃত ছবির সঙ্গে মিল থাকতে হবে) ভর্তি ফি: মোট: ৫,৫৩৫/- টাকা (রেজিস্ট্রেশন ফিস ৫৬৫ টাকা সহ) পরিশোধ মাধ্যম: SureCash Mobile Banking পেমেন্ট পদ্ধতি:মোবাইল থেকে *৪৯৫# ডায়াল করে → পেমেন্ট কীওয়ার্ড: BGCBH → এরপর শিক্ষার্থীর Payment ID (Admission Roll) লিখে টাকা পাঠাতে হবে। দ্রষ্টব্য: Payment ID ভুল লিখলে ভর্তি ফরম গ্রহণযোগ্য হবে না। TXN ID সংরক্ষণ করে ফরমে নিজ হাতে লিখে দিতে হবে। দ্বৈত ভর্তির সতর্কতা:জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোর্সে ভর্তি থাকলে বা ভর্তি হয়ে থাকলে তা বাতিল না করলে বর্তমানে ভর্তির আবেদন বাতিল বলে গণ্য হবে। যোগাযোগের জন্য: বাবস্থাপনা বিভাগ: নাজমুন নাহার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ: কাজী লুৎফুল বারী সোহাগ – ০১৭১০-২০৯৪০০ হিসাববিজ্ঞান বিভাগ: ফারজানা আফসারি – ০১৭৬০-৪৫৩১৬৩ সমাজকর্ম বিভাগ: মাহমুদুল হাসান –  ০১৭১৭-৪৮০২৫৬ কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, “আমাদের কলেজে উচ্চশিক্ষার মান উন্নয়ন ও সময়োপযোগী শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এবারের ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”ভর্তি লিংক: www.nu.ac.bd/admissions

বাজিতপুর সরকারি কলেজে অনার্স ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ