রোববার, ২৪ আগস্ট ২০২৫
বাজিতপুর নিউজ

গণ-অভ্যুত্থান দিবসে ফ্রি ১ জিবি ইন্টারনেট নিন

গত বছরের ১৮ জুলাই আওয়ামী লীগ সরকারের সময়ের ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদ এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের অংশ হিসেবে দেশের সব মোবাইল গ্রাহক পাচ্ছেন এক জিবি ফ্রি ইন্টারনেট ডেটা। শুক্রবার (১৮ জুলাই) থেকে শুরু হওয়া এই উদ্যোগ চলবে পরবর্তী পাঁচ দিন।প্রধান উপদেষ্টার দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের বিভীষিকাময় ইন্টারনেট শাটডাউনের স্মৃতি মাথায় রেখেই এবারের উদ্যোগ। ওই সময় ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে ফ্রিল্যান্সিং খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই অভিজ্ঞতা থেকেই জনগণের প্রযুক্তিস্বাধীনতার প্রতি সম্মান জানাতে এবার দেশের সব মোবাইল অপারেটর ‘স্বঃপ্রণোদিত হয়ে’ বিটিআরসির প্রস্তাবে সাড়া দিয়ে ফ্রি ইন্টারনেট সেবা চালু করেছে।কীভাবে পাওয়া যাবে ফ্রি ইন্টারনেট?পাঁচ দিনের মেয়াদে এক জিবি ফ্রি ইন্টারনেট পেতে মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে: গ্রামীণফোন: *121*1807# বাংলালিংক: *121*1807# রবি: *4*1807# টেলিটক: *111*1807# বিটিআরসির নির্দেশনায় অপারেটররা গ্রাহকদের এসএমএসের মাধ্যমে ফ্রি ডেটা পাওয়ার নির্দেশনা আগেই পাঠিয়েছে।২০২৪ সালের ১৭ জুলাই রাতে কোটা সংস্কার আন্দোলনের জেরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই দেশে সংঘাত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রথমে মোবাইল ইন্টারনেট এবং পরদিন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়। এর ফলে দেশজুড়ে সম্পূর্ণ ইন্টারনেটবিচ্ছিন্ন অবস্থা সৃষ্টি হয়।সরকার দাবি করেছিল, দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন ও তার ক্ষয়ক্ষতি ইন্টারনেট বিভ্রাটের কারণ। তবে ৫ আগস্ট সরকারের পতনের পর জানা যায়, ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার পেছনে প্রকৃত কারণ ছিল না—তা ছিল একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত।এক সপ্তাহের বেশি সময় ইন্টারনেট বন্ধ থাকায় দেশের ব্যবসা-বাণিজ্য থমকে যায়। ক্ষতির মুখে পড়ে হাজারো ফ্রিল্যান্সার ও অনলাইনভিত্তিক উদ্যোক্তা। সেই দুঃসহ স্মৃতি থেকেই এবারের ‘গণ-অভ্যুত্থান দিবস’-এ জনগণের প্রতি শ্রদ্ধা জানাতে নেওয়া হয়েছে এই প্রতীকী কিন্তু তাৎপর্যপূর্ণ উদ্যোগ। এই কার্যক্রম জনগণের তথ্যপ্রযুক্তি-নির্ভর জীবনে স্বাধীনতা ও নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

গণ-অভ্যুত্থান দিবসে ফ্রি ১ জিবি ইন্টারনেট নিন